স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) পঞ্চম আসরের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। এবারই প্রথম বারের মত সিলেটের মাঠে বসছে বিপিএল’র আসর। উদ্বোধনী খেলাও হবে সিলেটে। উদ্বোধনী খেলা ছাড়াও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল’র মোট ৮টি ম্যাচ।
উদ্বোধনের আরোও ১০ দিন বাকি থাকলেও টিকেটের ব্যাপারে কোন তথ্য ইতোপূর্বে জানায়নি বিপিএল কর্তৃপক্ষ। সেকারণে খেলার টিকিট সংগ্রহ নিয়ে দুশ্চিস্তায় ছিলেন সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা। অবশেষে সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল)’র টিকিট বিক্রির তথ্য জানিয়েছে আয়োজক কতৃপক্ষ।
আগামী ৩০ অক্টোবর থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সিলেটের দুটি শাখায় পাওয়া যাবে সিলেটের ম্যাচগুলোর টিকেট। টিকিট বিক্রির দিনক্ষণ ঠিক করলেও এখনো টিকিটের মূল্য নির্ধারণ করেনি বিপিএল গভর্ণিং কাউন্সিল। গ্র্যান্ড ষ্ট্যান্ড, ক্লাব হাউজ, গ্রীণ গ্যালারী ও সাধারণ গ্যালারী মিলিয়ে চারটি ক্যাটাগরিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট বিক্রি হবে।