করোনার টিকা নিবন্ধনকারীর সংখ্যা দেড় কোটি ছুঁই ছুঁই

5
COVID-19 Vaccine. COVID-19 Corona Virus 2019-ncov Vaccine Injection Vials Medicine bottles. Vaccination, immunization, treatment to cure Covid-19 Corona Virus infection. Healthcare And Medical concept

কাজিরবাজার ডেস্ক :
দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা দেড় কোটি ছুঁই ছুঁই করছে। শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯০ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে শনিবার রাজধানীসহ সারাদেশে বর্তমানে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মডার্না এবং ফাইজারের টিকা দেয়া হয়। ফাইজারের প্রথম ডোজের টিকা নেন ২০ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ২৫৫ জন হলো। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭৭৪ জন। এদের মধ্যে পুরুষ ৪৯৪ জন ও নারী ২৮০ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮৩৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১২ হাজার ১৬৩ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ৯৭০ জন ও ৯৩ হাজার ১৯৩ জন নারী রয়েছেন। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২২ লাখ ৪৮ হাজার ১০৬ জন হলো।
সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯ হাজার ১২৮ জন। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৯৬ জন ও নারী ৪ হাজার ৭৩২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৯ হাজার ৮৩৬ জন।
শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ৭২ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৯৩২ জন ও ২৮ হাজার ৬১০ জন নারী রয়েছেন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬ লাখ ৮৭ হাজার ৬৮১ জন হয়েছে।