বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে করোনার সম্মুখসারীর যোদ্ধা স্বাস্থ্যকর্মী ও ব্যবসায়ীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে এবং সিভিল সার্জন সিলেটের কার্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের কাছে এবং লালদিঘী পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আহমদের হাতে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।
এসময় উপস্থিত ছিলেন-ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, মো. সোয়েব আহমদ, মজির উদ্দিন, যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মো. নাজিম খান, যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় প্রধান মো. বদরুল আজাদ শুভ, মোসাদ্দেক চৌধুরী সুমেল, যুব সদস্য নাবিল আহমদ জামিল, মুক্তাদিজ জামান, শিলা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি