ওসমানীনরগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের আইলাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী ৫ দিন থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রেদুয়ান হোসেন (১৩) আইলাকান্দি গ্রামের আমির উদ্দিনের পুত্র। গত ২৫ জুলাই এ বিষয়ে শিক্ষার্থীর মা মনোয়ারা বেগম পুত্রে সন্ধান কামনায় ওসমানীনগর থানায় সাধারণ ডায়রী করছেন। ডায়রী নং ১০১০।
জানা যায়, গত ২২ জুলাই সকালে রেদুয়ান কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর থেকে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাচ্ছেন না স্বজনরা। সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারা শ্যামলা রংয়ের ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার রেদুয়ানের হারিয়ে যাওয়ার দিন পরনে ছিলো লাল টি শার্ট ও থ্রি কোয়াটার প্যান্ট। কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ রেদুয়ানের সন্ধান পেলে ০১৭৩৯০৩২৮৫৩ এই নাম্বারে যোগাযোগ করার আহবান জানিয়েছেন মা মনোয়ারা বেগম।
মনোয়ারা বেগম বলেন, গত ২২ জুলাই রেদুয়ান বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিওে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে এখনও কোনো সন্ধান পাইনি। নিখোঁজ রেদুয়ানের দ্রুত সন্ধান কামনায় প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন তিনি।