স্টাফ রিপোর্টার :
কঠোর লকডাউনের গত ২ দিনে জরুরী প্রয়োজন ছাড়া গাড়ী নিয়ে বের হওয়ার অপরাধে ১৩৪টি গাড়ি আটক ও ৮৭টি মামলা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গত শনিবার ও গতকাল রবিবার মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ দিনে ৫৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্তি পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, শনিবার ও রবিবার লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা ৪৫টি, মোটরসাইকেল ৩১ টি, প্রাইভেটকার ৪টি ও অন্যান্য ৭টি গাড়ীতে সর্বমোট ৮৭টি মামলা দেয়া হয়। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা ৩১টি, মোটরসাইকেল ৩৬টি, প্রাইভেটকার ৮টি, অন্যান্য ৫৯টি সহ মোট ১৩৪টি যানবাহন আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনেী কঠোর বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে মহানগরীর বিভিন্ন স্থানে ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন ৯৭টি টহল দল অভিযান চালায়।