রেজাউল করিম রোমেল :
বিশ্ব জুড়ে চলছে এখন
করোনা তান্ডব,
অবহেলা না করে
করো সবাই অনুভব।
শারীরিক দূরত্ব বজায় রাখো
কমপক্ষে তিন ফুট,
করোনাতে ধরলে তোমায়
করে দেবে ফুট।
অতি প্রয়োজন ছাড়া বাইরে যেও না
একটু রেখো হুশ,
না-হলে-তো করোনা তোমায়
করে দেবে ঠুস।
ঘর থেকে বাহির হলে
মুখে পরো মাস্ক,
না-হলে-তো করোনা তোমায়
করে দেবে ¯œাক্স।
সাবান বা ছাঁই দিয়ে
হাত ধোও বার বার,
তা-না-হলে করোনা তোমায়
ধরবে এবার।
লাখে লাখে মরছে মানুষ
করোনা ভাইরাসে,
কোটি কোটি আক্রান্ত হচ্ছে
এই আমাদের পৃথিবীতে।
তাই বলি ভাই করোনা থেকে
থাকো সচেতন,
তা-না-হলে করোনা তোমায়
ধরবে জমের মতন।