সাইমুম হাবীব :
ললাটে আমার কাব্য কথা
মহান রবের লেখা,
চাইলেও কিছু ঘটার আগে
যায়না কভু দেখা।
ভালোর খাতা আলোয় ভরা
মন্দ নাই-যে তাতে,
অসৎ লোকের কথার জোরে
মানুষ মরে ভাতে।
মন্দের খাতা খোলার আগে
আলো হারায় শোকে,
ভালোর খাতায় দাগ লাগিয়ে
দুখে মরে লোকে।
দুখের বেলায় সুখের খোঁজে
বেড়ায় অপলকে,
ভালোর খাতা বন্ধ করে
মন্দ খাতায় টোকে।