ওসমানীনগর থেকে সংবাদদাতা :
নানা প্রজাতির ফুল ও ফলের গাছের পাশাপাশি ফিশারিজ, ডেইরি ফার্ম লালনের স্বপ্নে মানসম্পন্ন দুগ্ধ ও মাংসের চাহিদার বিকাশের প্রত্যয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রামীণ জনপদে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন খামার গড়ে তুলেছেন এক প্রবাসী। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মজিদ বকস্রে নাড়ির টানে গড়ে তোলা মজিদ এগ্রো এন্ড ডেইরি ফার্মটি উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ গাজী। শনিবার বিকালে যুক্তরাজ্য প্রবাসীর কসবা গ্রামস্থ বাগানবাড়িতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ গাজী বলেন, দেশের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান প্রবাসীদের। প্রবাসীরা দেশকে এগিয়ে নিচ্ছেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে। দেশের মানুষের নিরাপদ, স্বাস্থ্যসম্মত মাংস ও দুধের চাহিদা মিঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় পশু-সম্পদ খাতে নানা কার্যক্রম গ্রহণের ফলে প্রবাসীরা এ খাতে বিনিয়োগে এগিয়ে আসছেন। প্রবাসী মজিদ বকসের মতো প্রতি গ্রামে এ সম্মিলিত ভাবে এ রকম উদ্যোগ গ্রহণ করা হলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি দুধ ও মাংসের চাহিদা পূর্ণ হবে। গুণগত মানের পণ্য উৎপাদন ও সরবরাহ করে মজিদ এগ্রো এন্ড ডেইরি ফার্মের অগ্রযাত্রা এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হক, মজিদ এগ্রো এন্ড ডেইরি ফার্মের চেয়ারম্যান মজিদ বকস্, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সমাজসেবী জাকির আহমদসহ আরও অনেকে।