সিলেটে ১ মাসে সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু

6

কাজিরবাজার ডেস্ক :
চলতি বছরের জুন মাসে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যুর হয়েছে। এসময়ে ২৩টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানে এক সংবাদ প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা গেছে।
বুধবার (৭ জুলাই) পাঠানো ওই প্রতিবেদনে থেকে জানা যায় জুন মাসে সারাদেশে ৩২৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৯৮ জন। এ সময়ে আহত হয়েছেন ৪২৩ জন। নিহতের মধ্যে নারী ৫২ জন এবং শিশু ৩৩ জন।
সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সব থেকে বেশি। এই সময়ে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৮৬টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ২৩টি দুর্ঘটনায় নিহত ২২ জন। একক জেলা হিসেবে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত। সবচেয়ে কম নড়াইল জেলায়। ২টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে গত মে মাসে ৪৪১টি দুর্ঘটনায় ৫৬২ জন নিহত হয়েছিল। গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৮ দশমিক ১২ জন। আর জুন মাসে গড়ে প্রতিদিন নিহত হয়েছে ১৩ দশমিক ২৬ জন। জুন মাসের অর্ধেক সময়জুড়ে এলাকাভিত্তিক লকডাউনে বিভিন্ন জেলা শহরে যানবাহন বন্ধ ছিল এবং ২৮ জুন থেকে সর্বাত্মক লকডাউনে সারাদেশে গণপরিবহন বন্ধ ছিল।