স্টাফ রিপোর্টার :
নগরীর নবাবরোডে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত তরুণীর নাম রেনি সরকার (২০)। সে নেত্রকোনা জেলার কালিয়াছুড়ি থানার শ্যামপুর গ্রামের সুসেন সরকারের কন্যা। সে সিলেটের নবাবরোডের দুর্বার ২০৪ নং বাসায় পরিবারের সাথে বসবাস করে আসছিলো।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৬টার দিকে পরিবারের অজান্তে রেনি সরকার রশ্মি দিয়ে দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে রাত ৮টার দিকে সিলেট মডেল থানার আওতাধীন লামাবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ফাঁস লাগানো রেনি সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ লাশের সোরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। গতকাল শনিবার নিহতের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএম আল আমিন জানান, নবাবরোডের দুর্বার ২০৪ নং বাসার তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় রেনি সরকার নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, উদ্ধার হওয়া তরুণী রেনি সরকার মানসিক ভাবে অসুস্থ ছিলো। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।