স্টাফ রিপোর্টার :
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের মধ্যে বাড়ছে উৎসাহ। সেই সাথে প্রার্থীরাও মাঠ ছাড়ছেন না। দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গতকাল শুক্রবার সকালে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন অফিস।
আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, আতিকুর রহমান আতিক পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন দলীয় প্রতীক ডাব ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতস্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী পেয়েছেন মোটরগাড়ি (কার)। এদিকে প্রতীক বরাদ্দের সময় জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন না। প্রতীক বরাদ্দের পর তার পক্ষের লোকজন বরাদ্দকৃত প্রতীক নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেটের নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন। তিনি বলেন, উৎসব মুখোর পরিবেশে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন বলে তিনি জানান।
জানা যায়, গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনে আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। আগামী ২৮ জুলাই এ আসনে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র ১৪৯টি। হক বৃহস্পতিবার (২৪ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও কেউ প্রত্যাহার করেননি।