দক্ষিণ সুরমায় চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার

5

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ২১ জুন বিকেলে তাকে শাহজালাল ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, মো: ইমন আহমদ (২৪)। সে সুনামগঞ্জের দিরাই থানার সিকন্দরপুর গ্রামের মৃত ছোয়াব উল্লাহর পুত্র। বর্তমানে সে দক্ষিণ সুরমা থানার কদমতলী ফেরীঘাট কামাল বক্সের কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায়, রবিবার বিকেল সোয়া ৪টার দিকে দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বরস্থ ট্রাফিক পুলিশ বক্সের অনুমান ১৫০ গজ পূর্বে শাহজালাল ব্রীজ এর রাস্তার উপর কয়েকজন সংঘবদ্ধ ছিনতাইকারী দল দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র সহকারে চলাচলরত পথচারীদের ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক তাহাদের সাথে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টা ও অবস্থান করছে। টহলরত পুলিশ বিষয়টি আচঁ করতে পেরে স্থানীয় লোকজনদের সহায়তায় ছিনতাইকারী মোঃ ইমন আহমদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ ইমন আহমদ এর হেফাজত হতে একটি পুরাতন মোবাইল ফোন এবং তাহার পরিহিত ফুল প্যান্টের পিছনের পকেট থেকে একটি কালো রংয়ের টিপ চাকু উদ্ধার ও জব্দ করে। গ্রেফতারতারকৃত আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং- ২২ (২২-০৬-২১)। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম।