সত্য চিত্র

13

জাহিদ আজিম :

শিশু শিক্ষায় শিখেছিলাম
মিথ্যা বলা মহাপাপ,
সত্য বলা সুপথে চলা
শেখাতেন এসব মা-বাপ।

নীতি কথা, নীতি শিক্ষা
হয় না নিয়মের প্রয়োগ,
বাইরে সবাই সুস্থ-সুন্দর
ভিতরে পোষে মস্ত রোগ।

সত্য এখন চাঁদ তারায়
থাকে সুদূর উল্কায়,
সমাজ মাঝে সত্য বারণ
সত্যে সবার চুলকায়।

সত্য কিছু বলতে গেলেই
কেউ থাকে না মিত্র,
উচিত বলায় ভোগান্তি বহু
এটাই সত্য চিত্র।