প্রস্তাবিত বাজেট গতানুগতিক, জনস্বার্থ ও জাতীয় স্বার্থ উপেক্ষিত – জাতীয় গণতান্ত্রকি ফ্রন্ট

3

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দেশের ৫০তম প্রস্তাবিত বাজেট ‘গতানুগতিক’। বাজেটে জনস্বার্থ ও জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল গণমাধ্যমে প্রেরিত একযুক্ত বিবৃতিতে বাজেট নিয়ে এমনটিই মন্তব্য করছেন। তারা সাম্রাজ্যবাদ ও তার দালালদের র্স্বাথরক্ষাকারী জাতীয় ও জনস্বার্থ বিরোধী বাজেট প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
আজ তাই জাতীয় ও জনস্বার্থমুখী বাজেটের পূর্বশর্ত হচ্ছে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সমাজ। নেতৃবৃন্দ সেই লক্ষ্য প্রতিষ্ঠায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা গ্রহণের আহ্বান জানান।