স্টাফ রিপোর্টার :
জীবিকার তাড়নায় রাতভর কাজ করছিলেন রুহুল আমিন (৩৫) নামের নির্মাণশ্রমিক। কিন্তু সেই রাতই যে তার জীবনের শেষ রাত হবে- তা জানতে পারেননি ঘুর্ণাক্ষরেও। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন শেষরাতে। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও-এ ঘটনাটি ঘটেছে।
নিহত রুহুল আমিন দক্ষিণ সুরমার খানুয়া গ্রামের মছকন্দর আলীর পুত্র।
সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, শনিবার রাতে দিকে যুগিরগাঁও গ্রামের মো. রফিক মিয়ার বাড়িতে রুহুল আমিন তার কয়েকজন সহযোগিকে নিয়ে নির্মাণকাজ করছিলেন। শেষ রাত ৩টার দিকে রুহুল আমিন বিদ্যুতের লাইন থেকে বাল্ব খুলতে গিয়ে বিদ্যুতের শর্ট লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, রুহুল আমিনের লাশ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। আজ সোমবার ময়না তদন্ত হবে। এ ঘটনায় ভিকটিমের অভিভাবকের নিকট থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।