সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

10

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিলেট কুমারগাও বাসস্টেশন থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০৬২৫) জালালপুর প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র হঠাৎ বাসটি উল্টে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। বাসটির কাছে ছিল বিদ্যুতের খুঁটি ও পানি। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। স্থানীয় লোকজন এগিয়ে এসে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করেন। এর মধ্যে গুরুতর আহত ৩জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা ছিল। তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। দুর্ঘটনার সাথে সাথে বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে।