মহিউদ্দিন বিন্ জুবায়েদ :
সকালবেলার পাখি হবে
সবার আগে উঠবে..
সেই পাখিটি গান শুনি না
আলোর বেগে ছুটবে।
আলসে মেয়ের কথাগুলি
কার মুখে আজ ফুটবে..
দস্যিপনার সাথে গাঁয়ে
কোন পাখি লুটবে।
কাঠবিড়ালির সঙ্গে আড়ি
পেয়ারা সব জুটবে..
নেই তো কবি বঙ্গে আজই
দুঃখে হৃদয় টুটবে।