বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা ও মোমিনছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির যৌথ উদ্যোগে শততম চা শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মোমিনছড়া চা বাগানে ২০ মে সকাল ৯টায় শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পঞ্চায়েত কমিটির সভাপতি লিটন মৃধার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর ও প্রণব জ্যোতি পাল।
সমাবেশ শেষে বাগানে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে শত শত শ্রমিক অংশগ্রহণ করে।
সমাবেশে ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর বলেন, চা শ্রমিকদের গৌরব ও শোকাবহ দিনটি শাসকরা আড়াল করতে চায়।কারণ ২০মে ‘র চেতনা কে ধারণ করে চা শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করুক তা মালিক শ্রেণি চায় না। তিনি ২০মে কে ‘চা শ্রমিক দিবস’ হিসাবে শ্রমিকদের জন্য ছুটি ঘোষণার দাবি জানান।
কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল বলেন, বাংলাদেশে সর্বনিম্ন মজুরিতে চা শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে।চা উথপাদন বাড়ছে,চায়ের দামও বাড়ছে।কিন্তু বাড়ছে না চা শ্রমিকদের মজুরি। প্রণব জ্যোতি পাল অবিলম্বে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০০টাকা ঘোষণা করার আহবান জানান।
মোমিন ছড়া চা বাগান ছাড়াও তারাপুর,খাদিম চা বাগান সহ অন্যান্য চা বাগানে দিবসটি পালন করা হয়। এসব বাগানে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন চা শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে সেন্টু মৃধা, হৃদয় ছত্রি,মুক্তা রানী,পারবিন বেগম,রত্না বসাক,বিজয় মোদি, নিপা মোদি, লতিফ মিয়া, জামাল মিয়া, বাবুল মিয়া, শিবাস পাসি, বিশ্ব ছত্রি, নিরব মৃধা প্রমুখ। বিজ্ঞপ্তি