সাহেব মাহমুদ :
চোখের রোজা মনের রোজা
সারা অঙ্গ রোজা,
হিসেব করে দেখো মোমিন
ঠিক আছে কি ধ্বজা ?
একটি টুটে যাবে যখন
পঙ্গু হবে রোজা,
একিন ধরে রাখতে হবে
নয়তো এতো সোজা।
কত টুকুন হলেম আমি
খোদার কাছে দামি,
না কী শুধুই ভুলের কাজে
কাটলো দিবাযামী।
লোভ-লালসা,চোগলখোরি
রুখতে হবে আগে,
পুণ্য হয়ে রোজা তবেই
আসবে ফিরে ভাগে।
সম্প্রীতিতে বাঁধতে হবে
ধনী -গরিব সবে,
অসহায়ের হয়ে সহায়
ফিতরা দিতে হবে।