গোয়াইনঘাটে আড়াই হাজার পরিবার পেলো মন্ত্রী ইমরান আহমদ’র ঈদ উপহার

12

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল থেকে গোয়াইনঘাটে ২ হাজার ৫শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (২ মে) গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
উপহারের প্রত্যেক প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি, মসুরি ডাল, ১ কেজি ছোলা, ১কেজি, ময়দা ১ কেজি, সেমাই ২ প্যাকেট, সয়াবিন তৈল ১ লিটার ও সাবান একটি।
উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী তার নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানান। গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের জীবন ও জীবিকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, আমরা সকলে মিলে করোনাভাইরাসের এই দুর্যোগ মোকাবিলা করবো।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল আলী মাস্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ইউ পি চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, মোঃ মাহবুব আহমেদ, চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, আমিনুর রহমান চৌধুরী, মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, সাংবাদিক সুবাস দাস, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিক আহমদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজু, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ মিনহাজুর রহমান, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদ, আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মস্টার ওলিউল্লাহ,সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদ, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মিছবাহ আহমদ, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক,তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান।
অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির নিজস্ব তহবিল থেকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ৩শ’ পরিবার, পশ্চিম জাফলং ইউনিয়নের ৩শ’ পরিবার ও পূর্ব জাফলং ইউনিয়নের ৩শ’ পরিবার ছাড়াও উপজেলার বাকি ৭টি ইউনিয়নের ১ হাজার ৪শ’ পরিবারের পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ১শ’ টি পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করে। এ সময় প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে উক্ত ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।