অসিদের পাঁচটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিল বিসিবি

9

স্পোর্টস ডেস্ক :
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও সিডিউলে আসতে পারে পরিবর্তন। তিনটি নয়, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বিষয়ে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আমরা তাদের তিনটির বদলে ৫ ম্যাচের সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছি। সবকিছু ঠিক থাকলে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের সাথে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠানের সম্ভাবনা খুব বেশি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত ব্যস্ত সময় পার করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আপাতত চলছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচটি ড্র হয়েছে। সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে বৃহস্পতি মাঠে নামবে টাইগাররা।
সিরিজ শেষ করে দেশে ফেরার পর এবার লঙ্কানরা বাংলাদেশ সফরে আসবে। খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর শুরু হবে প্রিমিয়ার লিগ ক্রিকেট। সেটা শেষ হতে না হতেই আবার জিম্বাবুয়ে খেলতে যাওয়ার কথা। জিম্বাবুয়ে সফর শেষে বাংলাদেশে আসার সূচি আছে অস্ট্রেলিয়ার। এরপরই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের সফর শেষ করেই বাংলাদেশে আসবে টিম অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এটাই তাদের শেষ প্রস্তুতি। তাই বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বে সঙ্গে নিচ্ছে অজিরা। ভারত আর বাংলাদেশের কন্ডিশনও বলতে গেলে একই রকম। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে ভালো প্রস্তুতি মনে করছে অ্যারন ফিঞ্চরা।