সোমা মুৎসুদ্দী :
নীল নীল আকাশে
মেঘেদের হাসি নেই
বৈশাখ আসে তবু
বৈশাখী মেলা নেই।
কৃষকের মুখে আজ
একফোটা হাসি নেই
খোকাটার মন ভার
খুকুটাও ভালো নেই।
খেটে খাওয়া মানুষের
একটুও ঘুম নেই
জিনিসের খুব দাম
কমাবার নাম নেই।
মানুষের মাঝে আজ
মানবিক মন নেই
করোনাকে রুখে দিতে
কেউ সচেতন নেই।