কানাইঘাটে বসত বাড়ীর ল্যাট্রিন ভাংচুর, গাছপালা ব্যাপক কর্তন

43

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট ৫নং বড়চতুল ইউপির দুর্গাপুর উত্তর নয়াফৌদ গ্রামের গত শনিবার বেআইনী ভাবে একটি বসত বাড়ীর সীমানার গাছপালা নির্বিচারে কর্তন ল্যাট্রিন ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। এ নিয়ে এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাড়ীর মালিক দুর্গাপুর গ্রামের মৃত মুজাফ্ফর আলীর পুত্র মাওলানা আব্দুল আহাদ বাদী হয়ে গতকাল রবিবার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম ও দ্রুত বিচার আদালতে দ্রুত বিচার আইনে একই গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র দেলোয়ার আহমদ সহ ১২ জন কে আসামী করে দরখাস্ত মামলা দায়ের করেছেন। সরজমিনে গতকাল রবিবার মাওলানা আব্দুল আহাদের বাড়ীতে গিয়ে সীমানার বাঁশঝাড়, সুপারী, পেপে, পিয়ারা গাছ নির্বিচারে কেটে ফেলা ও বসত ঘরের পাকা ল্যাট্রিন ভাংচুরের দৃশ্য দেখা যায়। মাওলানা আব্দুল আহাদের দায়েরকৃত অভিযোগে জানা যায় তার পৈত্রিক মালিকানাধীন বসত বাড়ীর সীমানার পিছনের অংশ গোপাট দাবী করে একই গ্রামের দেলোয়ার ও সিরাজ উদ্দিনের পুত্র জমির আলী, আব্দুর রকিবের পুত্র বুলবুল, আব্দুল হান্নানের পুত্র বিলাল আহমদের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র, লাঠি-সোটা নিয়ে গত শনিবার সকাল অনুমান বেলা ১টার দিকে তার বসত বাড়ীতে বেআইনী ভাবে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে ঘরের সবাইকে জিম্মি করে বাড়ীর পাকা ল্যাট্রিন ব্যাপক ভাংচুর বড় একটি বাশঁঝাড়, সুপারী, পেপে, পিয়ারা গাছ নির্বিচারে কর্তন করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে চলে যায়। এ ঘটনার পর থেকে নিরীহ মাওলানা আব্দুল আহাদের পরিবারের সদস্যরা ঘটনার নেতৃত্ব দানকারীদের নানা ধরনের হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে বাড়ীর নারী পুরুষ সবাই জানিয়েছেন।