কবিতা আমাদেরকে প্রেরণা যোগায়, সাহস যোগায়, উজ্জীবিত করে। এজন্যে যারা কবিতা লেখেন, তারা আমাদের প্রিয় ব্যক্তিত্ব।
দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের চতুর্দশ কেমুসাস বইমেলার ৬ষ্ঠ দিনে সন্ধ্যায় কেমুসাস বইমেলা মঞ্চে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত কবিতা পাঠের আসর উদ্বোধনকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ কথা বলেন। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক। সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাঈমা চৌধুরীর উপস্থাপনায় কবিতা পাঠের আসরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেট্রোপলিটন ল কলেজের ভাইস প্রিন্সিপাল ড. শহিদুল ইসলাম, মাসিক আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট আবদুল মুকিত অপি, সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, কেমুসাস’র কোষাধ্যক্ষ এডভোকেট আব্দুস সাদেক লিপন, সিলেট লেখিকা সংঘের ভাইস প্রেসিডেন্ট মাসুদা সিদ্দিকা রুহি, এডভোকেট খন্দকার রানা এবং কবিতা পাঠে অংশ নেন মোয়াজ আফসার, ইছমত হানিফা চৌধুরী, আলেয়া রহমান, প্রশান্ত লিটন, আমিনা শহীদ চৌধুরী মান্না, কামাল আহমদ, সেনুয়ারা আক্তার চিনু, শামীমা আক্তার লস্কর (ঝিনু), মুস্তাফিজ সৈয়দ, শামস মাহবুব, আনোয়ারা খাতুন, জেনারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গবেষক আবদুল হামিদ মানিক বলেন, কবিরা হৃদয়জ শব্দমালা দিয়ে মানুষের আনন্দ-বেদনার কথা তুলে ধরেন, মানুষকে পথের নির্দেশনা দেনÑতাই তারা মহৎ। বিজ্ঞপ্তি