স্টাফ রিপোর্টার :
নগরী ও শহরতলীর বিভিন্ন থানা এলাকায় ৬টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করা হয়।
র্যাব জানায়, সোমবার দুপুর আড়াই টা হতে বিকেল ৪টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল অলম এবং শ্যামল পুরকায়স্থ সহকারী পরিচালক (মেট্রো), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় সিলেট এর নেতৃৃত্বে কোতোয়ালী থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় পাপড়িকা রেস্টুরেন্ট’কে ১০ হাজার টাকা, আহার রেস্টুরেন্ট’কে ৮ হাজার টাকা ও টেস্টি ট্রিট’কে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একইদিন সোমবার সকাল ১১ থেকে দুপুর ২ টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর নেতৃত্বে এসএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিলেটের দক্ষিণ সুরমা আইডিয়াল ফুডস্কে ১৫ হাজার টাকা, দক্ষিণ সুরমা হানিফ আইসক্রীমকে ২০ হাজার টাকা ও সিলেট সদর উপজেলার পীরেরবাজার কোয়ালিটি ফুডকে ৪০ হাজার টাকাসহ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক অভিযানে জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।