মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দুল মুনিম বাপ্পার লাশ গ্রহণ করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
এর আগে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফুলতলা সীমান্তে সোমবার (২২ মার্চ) সকালের দিকে ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে এই বিক্ষোভ করেন আবেগতাড়িত গ্রামবাসী।
স্থানীয় ফুলতলা ইউনিয়নের সদস্য মইনুদ্দিন জানান, গত শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক আব্দুল মুুুনিম বাপ্পা (৪০) নিহত হন। বাপ্পা একই এলাকার আবদুর রউফের ছেলে।
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে মইনুদ্দিন জানান- স্বজনের লাশ ফিরে পেতে চান গ্রামবাসী। সোমবার সকালে ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে বিক্ষোভ শতশত গ্রামবাসী অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. শাহ্ আলম সিদ্দিকী বলেন, বিকালে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ফেরত আনা হয়েছে। সন্ধ্যায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী সোমবার (২২ মার্চ) রাতে বলেন, বাপ্পার মরদেহ দেশে ফেরত আনতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজিবির সিও লেফট্যানেন্ট কর্ণেল মো. শাহ্ আলম সিদ্দিকী পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন।