তাহিরপুর সংবাদদাতা
তাহিরপুরে বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। বুধবার রাতে সীমান্তবর্তী যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের চৌকস একটি টিম যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে একটি নৌকা আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের স্যাম্পু, বিস্কুট, সনপাপড়ি, কসমেটিকস্, চকলেট, জুতাসহসহ বিভিন্ন পণ্য জব্দ করে। যার বাজার মূল্য ৫ লাখ ২৭ হাজার ৩২৫ টাকা। এসময় নৌকায় থাকা দুইজনকে পুলিশ আটক করে।
আটককৃতরা হলেন- মাটিকাটা গ্রামের চারু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮), পাশ্ববর্তী রজনী লাইন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শুক্কুর আলী।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাই পথে আসা ভারতীয় বিপুল পরিমাণ চোরাচালানী পণ্যসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কোর্ট হাজতে পাটিয়েছে।