শ্রীমঙ্গলে জামায়াত নেতা আটক

8

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার একজন রোকন সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত রোকন সদস্য হলেন- উপজেলা লৈয়ারকুল এলাকার আলী করিমের ছেলে শামসুদ্দোহা সেলিম (৬৫)। তিনি জামায়াতের রোকন সদস্য ও উপজেলার সাতগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল সাব-রেজিস্টার অফিসে মানুষের মাঝে সংগঠনে বই বিতরণকালে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন উপজেলা যুবলীগের সদস্য বদরুল আলম শিপলু।
এ ব্যাপারে যুবলীগ নেতা বদরুল আলম শিপলু বলেন, সেলিম সরকার বিরোধী বক্তব্য সম্বলিত বিভিন্ন বই, লিফলেট বিতরণকালে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। বই বিতরণের সময় তার সাথে তার ভাতিজা, ভাগনা ছিল। তবে তারা পালিয়ে যায় বলে জানান তিনি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর জানান, খবর পেয়ে আমরা জামায়াতের একজন সদস্যকে আটক করি। তার কাছ থেকে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য ও সংগঠন পদ্ধতির বই,সদস্য ফরম এবং সংগঠনের প্রচারপত্র পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।