জেড.এম. শামসুল :
অগ্নি ঝরা মার্চ ১১ আজ। ১৯৭১ সালের এই দিনে সারা বাংলার মানুষ স্বাধীনতার জন্য উত্তাল।
এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ ১৪টি প্রশাসনিক নির্দেশ জারি করেন। এই নির্দেশগুলোর মূল লক্ষ্য ছিল বাংলাদেশের নামে সমস্ত অর্থনৈতিক কর্মকান্ড চালু রাখা এবং কোন ভাবেই যাতে র্অথনৈতিক কার্যক্রমের গতি ব্যাহত না হয়। তা নিশ্চিত করা। নির্দেশাবলীতে তাজউদ্দিন আহমদ ব্যাংকের সময়সীমা টাকা উত্তোলনের পরিমাণ কত হবে এবং কখন কখন টাকা তোলা যাবে সে সম্পর্কে নির্দেশ প্রদান করেন। অসহযোগ আন্দোলনের ফলে পাকিস্তানী সামরিক জান্তার প্রশাসনিক কর্মকান্ড ভেঙ্গে পড়ে। দেশ পরিচালিত হতে থাকে আওয়ামীলীগের জারি করা নির্দেশ অনুসারে। এই দিনে ছাত্র ইউনিয়নের উদ্যোগে পল্টন ময়দানে এক জনসভায় বঙ্গবন্ধুর ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করে বঙ্গবন্ধুর দাবিগুলোর আদায়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করা হয়। এদিনও ঢাকাসহ সারা দেশে স্বাধীনতার দাবিতে বিশাল বিশাল মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।