গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীতে সালুটিকর সিংগারখালে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার ( ৭ মার্চ ) সালুটিকর এলাকায় গোয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি নৌকার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূঁমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোয়াইনঘাট, এ কে এম নূর হোসেন নির্ঝর। এ সময় উপস্থিত ছিলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান এবং নন্দিরগাঁও ইউনিয়ন সালুটিকর ভূঁমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ কে এম নুর হসেন নির্ঝর সকল অবৈধ বালু উত্তোলনকারীদের ও অবৈধ মাটি কর্তনকারীদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সবাইকে সাবধান হয়ে যাওয়ার নির্দেশ দেন, বেআইনী কাজ বন্ধ করতে দেশের প্রচলিত আইন-কানুন মেনে চলার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার পরামর্শ দেন। অন্যথায় আগামীতে আরো বৃহৎ জরিমানা ও জেল প্রদান সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। (খবর সংবাদদাতার)