শ্রীরামপুরে স্ত্রী হত্যার ঘটনায় আদালতে স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান

8

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা কুচাইয়ের শ্রীরামপুরে স্ত্রী লাকি আক্তারকে (২৬) হত্যার ঘটনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে স্বামী মো. শাহিদ আহমদ। গতকাল শনিবার সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে সে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এর আগে গত বৃহস্পতিবার স্ত্রী লাকি আক্তারকে হত্যা করেন শাহিদ। পরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী শহিদ আহমদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শহিদ আহমদকে গ্রেফতার দেখায় মোগলাবাজার থানা পুলিশ। পরে শনিবার তাকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে তোলা হলে বিচারক সাইফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে স্বামী মো. শাহিদ আহমদ বলেন, বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জের ধরে বিভিন্ন সময় স্ত্রী লাকি আক্তারকে শারীরিক নির্যাতন করতো শাহিদ আহমদ। এরই ধারাবাহিকতায় গত ৩ মার্চ রাতে লাকি আক্তারের সাথে স্বামীর ঝগড়া হয়। এ সময় লাকিকে শাহিদ আহমদ শারীরিকভাবে নির্যাতন করে। একইভাবে পরদিন ৪ মার্চ সকাল আনুমানিক ৯ টার দিকে শাহিদ আহমদ নিজেদের শয়ন কক্ষে লাকি আক্তারের সাথে ফের ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে শাহিদ তার স্ত্রী লাকি আক্তারের শরীরের বিভিন্নস্থানে আঘাত করে এবং হত্যার উদ্দেশ্যে তার মুখে বালিশ চাপা দিয়ে বসিয়া থাকে। পরে লাকি আক্তারের মৃত্যু নিশ্চিত হওয়ার পর শাহিদ আহমদ লাকির লাশ পলিথিন দিয়া মুড়িয়ে বসত ঘরের ড্রামে ঢুকিয়া রাখে এবং ২ ঘণ্টা পরে লাশ ড্রাম থেকে বের করে বিছানায় শুইয়ে রাখে। সে মোগলাবাজার থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।