সোনার বাংলাদেশ

17

বিচিত্র কুমার :

স্বর্ণে গড়া এদেশ মাগো
সোনার শস্য ধান,
নানা ফুলের মুগ্ধ সুবাসে
পাখি যে গায় গান।

দিনের বেলা সূর্য হাসে
রাতের বেলা চাঁদ,
নানা ফলের মিষ্টি গন্ধে
কত্ত রকম স্বাদ।

খালে-বিলে অতিথি পাখি
নদীর জলে মাছ,
বাঙলির প্রিয় খাবার
মাছ আর ভাত।

পাহাড় নদী সমুদ্রকূলে
জুড়ায় দুটি নয়ন,
স্বর্গের মতো এই স্বদেশ
মায়ের মতো আপন।