হবিগঞ্জে আ’লীগ প্রার্থী বিজয়ী, বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

28

কাজিরবাজার ডেস্ক :
হবিগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ বিদ্রোহী মিজানুর রহমান মিজান (নারিকেল গাছ)।
এ নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী বিএনপি প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিমের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম জানান, এখনো পর্যন্ত অফিসিয়াল চ্যানেলে ফলাফল আসেনি। পৌরসভার সকল কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আতাউর রহমান সেলিম পেয়েছেন ১৩ হাজার ৪৪৩ ভোট, মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট ও এডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন ২ হাজার ৬৩২ ভোট।