জগন্নাথপুরে বৃষ্টির জন্য হাহাকার, মসজিদে-মসজিদে দোয়া

43

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলা জুড়ে বৃষ্টির জন্য হাহাকার বিরাজ করছে। মসজিদে-মসজিদে চলছে দোয়া। করা হচ্ছে আল্লাহপাকের দরবারে প্রার্থনা।
অন্য বছর এমন দিনে জগন্নাথপুরে কমপক্ষে কয়েক দফা বৃষ্টি হয়েছে। এ বছর মাঘ মাস গিয়ে ফাল্গুন আসলেও এখনো কোন বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ায় হাওর ও মাঠ শুকিয়ে চৌচির হয়ে গেছে। সকল মাটির রাস্তা-ঘাটে উড়ছে ধুলোবালি। জমিতে রোপনকৃত বোরো ধানের চারা গজিয়ে উঠছে না। থমকে গেছে। বৃষ্টির অভাবে ও পোকা মাকরের আক্রমনে রীতিমতো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া ইঁদুরের দৌরাত্ম ও আগাছার কবলে চারা ধানের মরণ দশা দেখে কৃষকরা দিশেহারা হয়ে বৃষ্টির জন্য হাহাকার করছেন। প্রথমে খাল-বিলের পানি দিয়ে জমি চাষাবাদ করেন কৃষকরা। এখন কোথাও পানি নেই। সেই সাথে বৃষ্টির অভাবে শাক-সবজি, বৃক্ষরাজি সহ জীব-বৈচিত্র্য রীতিমতো হুমকির মুখে পড়েছে।
তাই ২৬ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বৃষ্টির জন্য আল্লাহপাকের দরবারে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।