স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারে অবৈধ কাঠসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও বনবিভাগ। গত বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে কাঠসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজার সদর থানার পশ্চিম বাজার বেররীচরের ডালু মিয়ার পুত্র মো: তপু মিয়া (৫২) ও কমলগঞ্জ থানার টিলাগড় গ্রামের মরম আলীর পুত্র জসিম উদ্দিন (২৫)।
র্যাব-৯ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে মোঃ
মোতালেব হোসেন, ফরেস্ট রেঞ্চার, বন্যপ্রাণী রেঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও ফোর্সসহ মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ ঘন ফুট কাঠ ও ১টি ট্রাক উদ্ধার ও জব্দসহ ব্যবসায়ী মো: তপু মিয়া ও জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।