ইয়াকুব বখত বাহলুল :
জীবনের এই শেষ বিকেলে
ভাবনা কতো কিছু,
ফেলে আসা স্মৃতি গুলো
ছাড়ছে না তো পিছু।
স্মৃতি গুলো আজো আমায়
করছে পিছু ধাওয়া,
স্মৃতির যেন আমার কাছে
অনেক কিছু পাওয়া।
অনেক স্মৃতি আনন্দ দেয়
ভাবতে লাগে ভালো,
বিভীষিকাময় অনেক স্মৃতি
ছিল আঁধার কালো।
জীবনের এই শেষ সময়ে
স্মৃতির জাবর কাটি,
স্মৃতি গুলো হাসায় কাঁদায়
স্মৃতি নিয়েই হাঁটি।