মোঃ রতন ইসলাম :
রক্ত দিয়ে কিনলো যাঁরা
মায়ের মুখের বুলি,
সিনায় খেল গুলি,
ক্যামনে তাদের ভুলি?
তাদের কেনা মধুর ভাষা
কণ্ঠে যখন হাসে,
তাদের স্মৃতি ভাসে,
শুধুই শ্রদ্ধা আসে।
একুশ সেতো একটি দিবস
জাগায় বিশেষ স্মরণ,
পুষ্পে করি বরণ,
হয়নি তাদের মরণ।
অমর হয়ে আছেন তাঁরা
সব বাঙালির মাঝে,
হৃদের ভাঁজে-ভাঁজে,
দেখি সকাল-সাঁঝে।