স্পোর্টস ডেস্ক :
রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মিশরীয় ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব টাইগার্স ইউএএনএল। আগামী ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সোমবার কাতারের দোহার আল রায়য়ান ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আফ্রিকান চ্যাম্পিয়ন ক্লাবটির বিপক্ষে ১৭তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এই ব্যবধান ধরে রেখে তারা বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেভানডফস্কি। এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
দলের এমন জয়ে দারুণ খুশি বায়ার্ন মিউনিখ দলের টিম ম্যানেজার হ্যানসি ফ্লিক। তিনি বলেন, ‘ম্যাচে আমাদের দলটি পরিষ্কারভাবে ভালো ছিল। যদিও দ্বিতীয়ার্ধে আমরা কিছু সুযোগ মিস করেছি, তারপরও ম্যাচ শেষে আমরা জয়ী দল।’
দলটির ফরোয়ার্ড থমাস মুলার বলেন, ‘মিশরে আল আহলি শক্তিশালী একটি ক্লাব। আমাদের দ্বিতীয় গোলটি আরো দ্রুত করা উচিৎ ছিল। কিন্তু আমরা জিতেছি। দলের সবাই খুব খুলি।’
ফাইনালে বায়ার্ন মিউনিখ যে দলের বিপক্ষে লড়বে সেই দল সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাকে ১-০ গোলে পরাজিত করে। ফাইনাল ম্যাচে টাইগার্স ইউএএনএলকে নিয়ে সতর্ক বায়ার্ন।
দলটির ম্যানেজার হ্যানসি ফ্লিক বলেন, ‘তারা গতিশীল একটি দল। তাদেরকে আমাদের ভালোভাবে সামলাতে হবে। পালমেইরার বিপক্ষে তাদের ম্যাচটি আমরা দেখেছি এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে রেখেছি।’