স্টাফ রিপোর্টার :
সিলেটে দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী চলছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে সিলেটের একাধিক কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। টিকা নেয়ার পর অনেককে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
কর্মসূচির অংশ হিসাবে গতকাল সিলেট বিভাগের জেলা ও উপজেলার বিভাগে হাসপাতালে টিকা দেয়া শুরু হয়। সাধারণ মানুষ যাতে টিকার ওপর আস্থা রাখতে পারে সেজন্য প্রথম দিন মন্ত্রী, সাংসদ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, চিকিৎসক, নার্সসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকা গ্রহণ করেন।
জানা গেছে, গতকাল টিকা দেয়া সবাই সুস্থ আছেন। টিকা নিয়ে এখন পর্যন্ত পুরো দেশে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
দ্বিতীয় দিন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রথম দিনের তুলনায় গতকাল টিকা নেয়ায় বেশি আগ্রহ দেখা গেছে মানুষের মধ্যে। মানুষ টিকা নিয়ে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন। অনেককে টিকা নেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এছাড়াও সিলেট জেলার বিভিন্ন উপজেলার একাধিক কেন্দ্রে টিকা নিচ্ছেন মানুষ।
সিলেট জেলায় গত রবিবার প্রথম দিন ভ্যাকসিন নিয়েছেন ৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ৬৭৭ ও নারী ২৭১ জন। তথ্যটি জানিয়েছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।