আমাদের শীত

19

সাঈদুর রহমান লিটন : 

বুকের মধ্যে শৈত্য প্রবাহ
কুয়াশার আবরণে ঢাকা,
হিম শীতে শরীর ঠকঠকে কাঁপুনি
প্রকৃতির উদাসীন নির্মমতা
আমরা বেখেয়ালি সন্তান।

আমরা রাস্তায় থাকি
শীতের নির্যাতন কে আর দেখে চেয়ে
চোখের পানি আর কুয়াশার পানির স্রোত
ভাটির টানে ছোটে।
শুকিয়ে যায় দ্রুতই কেননা শীতের আবহাওয়ায় আদ্রতার পরিমান যতসামান্যই থাকে।

শীতের পিঠেপুলি, খেজুরের রস আমরা দেখি, ঘ্রাণ নেই কিন্তু গালে ওঠে না।
প্রকৃতির বিদ্রƒপ ঠাট্টা, ক্রমাগত করে যায়।