মৌলভীবাজারে ১ম পর্যায়ে ৩০ হাজার লোককে করোনার টিকা দেয়া হবে

21

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের সাথে মৌলভীবাজারের শুরু হবে করোনার টিকাদান কার্যক্রম। এ কর্মসূচিকে সামনে রেখে সকল প্রস্তুতি শেষ করেছে জেলা কমিটি। শেষ হয়েছে টিকাদানকারীদের প্রশিক্ষণ। এরই মধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে জেলা করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পাদন কমিটি।
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসেছে। আর এডি সিরিঞ্জ এসেছে ৬৪৮০০ টি। প্রথম পর্যায়ে জেলার ৩০ হাজার মানুষকে এ টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। সদর হাসপাতালসহ ৬টি উপজেলায় একযোগে ৭ ফেব্রুয়ারি থেকে করোনা টিকার ১ম ডোজ দেয়া শুরু হবে। এর চার সপ্তাহ পর ২য় ডোজ দেয়া হবে।