শিমুল হোসেন :
শীতের রাতে ছন্দে ঝরে
শিশির ঘরের চালে,
টুপ-টুপিয়ে ফোঁটায় ফোঁটায়
পাতা ভরা ডালে।
শীতের রাতে কাঁপে মাছে
আটকে পড়া জালে,
ভোর বেলাতে কাঁপে গরু
যখন থাকে হালে।
শীতের ভোরে শিশির জমে
কঁচি ঘাসের আলে,
পাতি হাঁসের সাঁতার খেলা
গ্রাম্য ডোবা-খালে।
শৈত্য বায়ুর ঝির-ঝিরানি
খেজুর পাতার ডালে,
শিশু-কিশোর, বৃদ্ধ-যুবার
হাড় কাঁপে সেই তালে।