মোঃ রাজিব হুমায়ুন :
মায়ায় ভরা মায়ের বদন
আঁচল তলে সুখ,
এই জগতে অমূল্য ধন
মায়ের প্রিয় মুখ।
মায়ের মতো আপন কেহ
ভুবন মাঝে নেই,
ভালোবাসায় জড়িয়ে রাখে
দুঃখ যতোই দেই।
সুখে-দুখে সারাবেলা
মায়ের দোয়া রয়,
বুকের ভেতর সাহস যোগায়
দূর করে সব ভয়।
বিপদ এলে সবাই চলে
উল্টো কোনো দিক,
মা কখনো যায় না ছেড়ে
পাশে থাকে ঠিক।
সবার মুখে খাবার তুলে
মা-জননী খায়,
খোদার কাছে বারেবারে
সুখ সকলের চায়।
ভালোবাসার ছোঁয়া দিয়ে
সুখ বিলিয়ে যান,
ছেলে-মেয়ের সুখের তরে
জীবন করে দান।