শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব – সৈয়দা জেবুন্নেছা হক

8
দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে মহিলা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে বিতরণের লক্ষ্যে উপজেলা নেতৃবৃন্দের কাছে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আওয়ামীলীগের নেতাকর্মীরা সকল সময় সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করেন।
তিনি শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে মিরের ময়দানস্থ এ. জেড রওশন জেবীন রুবার বাসভবনে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে সিলেট জেলার উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মীদের মধ্যে বিতরণের লক্ষ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি প্রাক্তন মন্ত্রী প্রয়াত জননেতা আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর মতো নেতা আমাদের অহংকার। তিনি মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজীর স্মৃতি রক্ষায় তাঁর সুযোগ্য কন্যা রওশন জেবীন রুবা সহ পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত স্মৃতি সংসদ সিলেটের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকল কল্যাণমুখী কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আলহাজ্ব সালমা বাছিতের সভাপতিত্বে ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ. জেড রওশন জেবীন রুবার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের নির্বাহী সদস্য এ. জেড লায়লা জেবিন, গাজী মো. আশফাক নাহেদ, ফাহিমা খানম চৌধুরী, সিলেট জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি, সাজনা সুলতানা হক, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, জাহানারা খানম মিলন, সহ সাংগঠনিক সম্পাদিকা রেহানা পারভীন রেনু, প্রচার সম্পাদিকা শাহেনা বেগম স্বর্ণা, ধর্ম বিষয়ক সম্পাদিকা কইতুন নেছা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী অঞ্জনা সরকার, নাছিমা আক্তার কনা, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহিতুর রহমান রনি, সিলেটের বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিক, সিলেট মহানগরের ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রোকসানা পারভীন, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা আক্তার, সাধারণ সম্পাদিকা শাহিদা তালুকদার, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফিয়া বেগম, সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মুক্তা পারভীন, জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জয়মতি রানী, সাধারণ সম্পাদিকা তাছলিমা বেগম রিনা, বিয়ানীবাজার উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি