ফুলের কুঁড়ি

13

আখতারুজ্জামান আশা

সদ্যফোটা ফুলের কুঁড়ি
কচিকাঁচার দল,
মিষ্টি মুখে হাসির ঝলক
চমকে ঝলমল।

ছুটলে ওরা পাগলা ঘোড়া
ছুটছে নিরন্তর,
হৈ-হুল্লোড় মাতিয়ে রাখে
উঠোন-বাড়ি-ঘর।

মায়ের কড়া শাসন-বারণ
তোয়াক্কা যে নাই,
হাওয়ার মতো বেড়ায় ভেসে
মুখে তোলে শাঁই।

তেপান্তরের মাঠ পেরিয়ে
রূপ কথারই ঘাট,
কল্পকথার গল্প করে
সবাই মিলে পাঠ।

বনবনিয়ে হনহনিয়ে
পায় যে অপার সুখ,
দিনের শেষে মায়ের বুকে
লুকিয়ে রাখে মুখ।