জিয়াউর রহমান জিয়া
আমি যারে আপন ভাবি
সে-তো ভাবে পর,
তারে নিয়ে স্বপ্ন ছিল
বাধবো সুখের ঘর।
কি অপরাধ করলাম আমি
বললেনা একবার,
আমায় ছেড়ে বন্ধু এখন
হইলায় তুমি কার।
তোমার জন্য আমার মনটা
শুধু চটপট করে,
কি যে হলো উদাস এ মন
থাকতে চায় না ঘরে।
এতো নিষ্ঠুর বলো তুমি
হলে কেমন করে,
কতটুকু সুখে আছো
বড়লোকের ঘরে।
আমার মনে দুঃখ দিয়ে
থাকো যদি সুখে,
তোমার সুখে হাসবো আমি
কষ্ট চেপে বুকে।