স্টাফ রিপোর্টার :
যুক্তরাজ্য থেকে সিলেটে আসা গতকাল বৃহস্পতিবার ২৮ প্রবাসী জেলা প্রশাসন নির্ধারিত ১০টির মধ্যে ৫টি হোটেলের কোয়ারেন্টাইন সেন্টার উঠেছেন। এছাড়াও একজন থাকছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে।
এর মধ্যে দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ৩ জন, একই এলাকার হোটেল হলি গেইটে ২ জন, আম্বরখানার হোটেল ব্রিটেনিয়াতে ৯ জন, জেলরোডের হোটেল অনুরাগে ৭ জন এবং মিরের ময়দানের হোটেল লা-রোজে ৬ জন। এছাড়াও সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার সিলেট শহরতলির খাদিমপাড়াস্থ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১ জন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের।
এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে। ফ্লাইটে ৩৪ জন যাত্রী থাকলেও সিলেটের ২৮ জনকে নামিয়ে দেয়ার পর ৬ জন একই ফ্লাইটে ঢাকায় গেছেন।