৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিকদের বকেয়া পাওনা অবিলম্বে সঠিক হিসাবসহ দ্রুত পরিশোধের দাবিতে সারাদেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে ১ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় সিটি পয়েন্টে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সিলেট জেলার আহবায়ক মোখলেসুর রহমান -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়, শ্রমিক নেতা জিতু সেন,বিরেন সিং, করমলাল,প্রসেনজিৎ রুদ্র প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পূর্ণ অযোক্তিক ও জনস্বার্থবিরোধী। এর ফলে প্রায় ১ লাখ শ্রমিক কর্মচারী চাকুরী হারাবে, আর আখ চাষের সাথে যুক্ত প্রায় ৫ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। চিনিকলগুলো লোকসানের অজুহাত দেখিয়ে সরকার এই সিদ্ধান্ত নিলেও এর পিছনে মূলত রয়েছে বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন কোম্পানির ব্যবসাকে আরো সুযোগ করে দেওয়া, চিনিকলে প্রশাসনের দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নেয়া, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার চক্রান্ত। কিন্তু সুষ্ঠু চিনি নীতির অভাব, পুরনো যন্ত্রপাতি, মিলের অভ্যন্তরের দুর্নীতি চিলিকলের লোকসানের মূল কারণ। অথচ যন্ত্রপাতি আধুনিকায়ন, আখ চাষিদের উন্নতমানের বীজ প্রদান, দেরিতে আখ ক্রয় না করে সময়মত ফিল্ড অফিসারের মাধ্যমে আখ ক্রয় করা প্রয়োজন ছিল। কিন্তু সমাধানের দিকে না গিয়ে এবং জনগণের মতামতের কোনো তোয়াক্কা না করেই লোকসানের দায় শ্রমিকদের উপর চাপিয়ে দিয়ে চিনিকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অন্যদিকে একই অজুহাতে সরকার পাটকল বন্ধ করে শ্রমিকদের এক দুর্বিষহ ও অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিয়েছে। আবার সিলেটে মূল সমস্যাকে আড়াল করে যানজট এর অজুহাতে আম্বরখানা থেকে বন্দরবাজার পর্যন্ত সকল প্রকার রিক্সা, ভ্যান, ইত্যাদি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়ে সরকার শ্রমিক স্বার্থবিরোধী কাজ করছে। এই ভাবে পুরো দেশেই এই করোনা পরিস্থিতির মধ্যেই সরকার বিভিন্ন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে তার ফ্যাসিস্ট শাসন শোষণ বাড়িয়ে তুলেছে। তাই অবিলম্বে চিনিকল, পাটকল বন্ধসহ বিভিন্ন অন্যায় সিদ্ধান্ত বাতিল করে শ্রমিকদের বকেয়া পাওনা হিসাবসহ দ্রুত পরিশোধের দাবি জানান বক্তারা ও সরকারের এই ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে শ্রমিকদের গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি