আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
পহেলা জানুয়ারি ২০২১ শুক্রবার সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের বই বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জসীম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক এসময় নতুন বই-এ প্রথম পাতায় ছাপানো মুজিববর্ষের লোগো দেখিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও ইতিহাস জানার আহবান জানান। একই সাথে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকল শিক্ষার্থী বা অভিভাবকদেরকে একদিনে বিদ্যালয়ে জমায়েত না করে একাধিক দিনে বই বিতরন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে অনুরোধ করেন।