সিলেট থেকে দিরাইগামী বাসে যাওয়ার পথে কলেজ ছাত্রীকে একা পেয়ে ড্রাইভার ও হেলপারদের ধর্ষণের চেষ্টার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সচেতন নাগরিকবৃন্দের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন পালন করা হয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও ছাত্রনেতা সুজন পুরকায়স্থের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, পরিবেশ ও হাওড় উন্নয়নের সভাপতি কাশমির রেজা, কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী কামরুল আনাম চৌধুরী, সহ সভাপতি কামরুজ্জামান চৌধুরী, পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মুখপাত্র এম. এ. মতিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারী মো. মাসুক মিয়া, কার্তিক বাবু, যুবলীগ নেতা শংকর চন্দ্র বৈষ্ণব, যুবলীগ নেতা মোমেন, ছাত্রলীগ নেতা দীপক অধিকারী, মোজাহিদ, সুয়েব, শিহাব শাহরিয়ার, আহসান আঞ্জুম, সৈয়দ মিঠু, মাহবুব আলম, মাহমুদুল হাসান সাগর, আশিষ দাস, সঞ্জয় নাথ, সজল সূত্রধর, নিকলেশ রায়, সৌরভ দাশ, সনুজ কান্তি দাস, সুজন সরকার, রঞ্জন দাস, রিংকু দাস, নিরুপম দাস, জনি দাস, বিজয় দেবনাথ, সঞ্জয়, উজ্জল পাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অনেক জায়গায় চলন্ত বাসে ধর্ষণের ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে। চলন্ত বাসে চালক ও হেলপার একা পেয়ে শিক্ষার্থীসহ ও নারীদের ধর্ষণ করার চেষ্টা চালাচ্ছে। এখনই তাদের শাস্তির আওতায় না আনলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে। বক্তারা বলেন, এ ধরনের অপরাধ সর্বোচ্চ শাস্তি ফাঁসির যোগ্য অপরাধ। তাই এ ধরনের অপরাধীদের ফাঁসি দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বক্তারা দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিজ্ঞপ্তি